নোয়াখালী থেকে সিলেট ভ্রমণ করবেন যেভাবে............ একদিনে দেখতে পারেন সিলেটের দর্শনীয় স্থান মাধবকুন্ড ও জাফলং সহ শাহ জালাল (র:) মাজার ও শাহ পরান (র:) মাজার সহ আরো অনেক কিছু...




(1) At first - প্রথমে নোয়াখালী থেকে রাতে রওয়ানা দিবেন মাধবকুন্ডুর উদ্দেশ্য সেখানে পৌছাবেন সকাল 6.00 টায় সেখানে প্রায় দুই ঘন্টা কাটিয়ে

(২) এবার রওয়ানা দিবেন জাফলং এর উদ্দেশ্য পথে কোথাও সকালের নাস্তা সেরে ফেলবেন। পৌছাবেন দুপুর 1.00/2.00/2.30 এর মধ্য এর ফাকে দুপুরের খাওয়া সেরে ফেলতে হবে।

(3) জাফলং পৌছে যে যার মতো/দলবলে ইচ্ছামত আনন্দ আর মজা যা না গেলে বুজবেন না কি যে স্বচ্ছ জলরাশি আপনি ডুব দিয়ে চোখ মেলে পাথর কুড়াতে পারবেন তবে সাবধান!! চোখে কিছু পড়তে পারে.......

(4) সেখান থেকে সোজা রওয়ানা দিবেন শাহ পরান (র:) মাজারের উদ্দেশ্য মাজারে পৌছাবেন রাত 8.00/9.00 টার সময়

(5) সেখান থেকে রওয়ানা দিবেন শাহ জালাল (র:) মাজার দেখার উদ্দেশ্য 20 মিনিট লাগবে সেখানে দেখতে পারেন.....
        (১) জেনারেল আতাউল গণি ওসমানীর কবর
     (২) বাংলার অত্যন্ত জনপ্রিয় নায়ক সালমান শাহ এর কবর সহ আরো অনেব গুণিজনের কবর।।
এর পর রাতের খাওয়া সেরে কামবেক রওনা দিতে পারেন নোয়াখালীর উদ্দেশ্য।।

ও হ্যাঁ আপনি/আপনার যদি আরো একদিন সময় দিতে পারেন ঘুরে আসতে পারেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে........



Direction Guide >> পথ নির্দেশক গাইড ম্যাপ