সমাজে প্রচুর মানুষ আছেন যারা নিজেদের অনেক চালাক-চতুর ভাবেন এবং নিজেদের জ্ঞান গরিমা দিয়ে মানুষদের চোখে ধুলো দিয়ে নিজের অল্প কিছু সুবিধার জন্য বিভিন্ন রকম কাজ করেন যার কারণে অনেক নিরীহ মানুষের ক্ষতিও হতে পারে... পবিত্র কুরআনে আল্লাহ এসব লোকদের মোনাফেক হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে...


মোনাফেকের সংজ্ঞা..
আর তারা যখন ঈমানদারদের সাথে মিশে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তাদের শয়তানদের সাথে একান্তে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা তোমাদের সাথে রয়েছি। আমরা তো (মুসলমানদের সাথে) উপহাস করি মাত্রা।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৪)


মোনাফেকির বিষয়ে আল্লাহর ওয়ার্নিং...
বরং আল্লাহই তাদের সাথে উপহাস করেন। আর তাদেরকে তিনি ছেড়ে দিয়েছেন যেন তারা নিজেদের অহংকার ও কুমতলবে হয়রান ও পেরেশান থাকে।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৫)

মোনাফেকিতে কি লাভ?
তারা সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করে। বস্তুতঃ তারা তাদের এ ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েতও লাভ করতে পারেনি।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৬)

মোনাফেকদের অবস্থা..!
তাদের অবস্থা সে ব্যক্তির মত, যে লোক কোথাও আগুন জ্বালালো এবং তার চারদিককার সবকিছুকে যখন আগুন স্পষ্ট করে তুললো, ঠিক এমনি সময় আল্লাহ তার চারদিকের আলোকে উঠিয়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। ফলে, তারা কিছুই দেখতে পায় না।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ১৭)

এই পোষ্টটির আপডেট চলমান.........